সময়সীমাঃ ৩০ জুন, ২০২৪ পর্যন্ত।
কুইজের ধরনঃ প্রশ্ন - উত্তর
খেলার নিয়মঃ ১০ সেকেন্ড সময়ের মধ্যে ৩টি প্রশ্নের উত্তর দিতে হবে।
১.ক্রিকেট কুইজ ক্যাম্পেইনটি ৩০ জুন, ২০২৪ পর্যন্ত চলবে।
২.এই কাম্পেইনে সর্বমোট বিজয়ী হবে ৫ জন।
৩.অংশগ্রহণকারীদের টি-২০ ক্রিকেটের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে হবে।
৪.ব্যবহারকারীকে দিনে সর্বোচ্চ ২ বার খেলার সুযোগ পাবে।
৫.প্রতিদিন ৩টি প্রশ্নের সঠিক উত্তর ১০ সেকেন্ডের মধ্যে দিতে হবে, এই ক্ষেত্রে প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ পয়েন্ট থাকবে।
৬.ক্যাম্পেইনে ৭৫ পয়েন্ট স্কোর করা প্রথম ব্যক্তি হবেন ১ম বিজয়ী এবং এইভাবে পরের ৪টি যথাক্রমে ২য়, ৩য়, ৪র্থ এবং ৫ম বিজয়ী হিসাবে বিবেচিত হবে, [দ্রষ্টব্য: সবাইকে এতে কমপক্ষে ৭৫ পয়েন্ট স্কোর করতে হবে]
৭.বিজয়ীরা তাদের উপহার অন্য কিছুর সাথে বিনিময় করতে পারবে না এবং তারা অন্য কাউকেও এটি হস্তান্তর করতে পারবে না।
৮.সমস্ত বিজয়ীর NID এবং MSISDN এর মিল থাকতে হবে।
৯.দৈনিক বিজয়ীদের পরবর্তী কার্যদিবসের মধ্যে প্রকাশ করা হবে।
১০.ক্যাম্পেইন শেষ হওয়ার পরের ৭ কার্যদিবসের মধ্যে ক্যাম্পেইন বিজয়ীকে নিশ্চিত করা হবে।
১১.বিজয়ী ঘোষণার ১৫ দিনের মধ্যে উপহার হস্তান্তর করা হবে।
১২.পোর্টালে বিজয়ীদের নাম প্রকাশ করা ছাড়াও, যদি তাদের সাথে যোগাযোগের ১৫ দিনের মধ্যে পুরস্কার দাবি করা না হয়, তাহলে বিজয়ীকে অকার্যকর বলে গণ্য করা হবে এবং সেই ক্ষেত্রে বিজয়ীর কোনো দাবি/অভিযোগ গ্রহণ করা হবে না।
১৩.ক্যাম্পেইন চলাকালীন সার্ভিস চার্জে কোন পরিবর্তন হবে না।
১৪.ব্যবহারকারী বিজয়ীর জন্য যোগ্য হবেন না যদি তিনি ক্যাম্পেইন চলমান সময়ে আন-সাবস্ক্রাইব করেন।
১৫.কোন অংশগ্রহণকারী কুইজের শর্ত/নিয়মাবলি ভঙ্গ করলে অথবা অসদুপায় অবলম্বন করলে তাকে বাতিল ঘোষণা করা হবে।
১৬.ক্যাম্পেইনের ব্যাপারে যেকোনো নির্দেশনা বা সিদ্ধান্ত গ্রহনের ক্ষেত্রে নির্দিষ্ট টেলিকম অপারেটর এর সিদ্ধান্তই চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে।
১৭.কুইজ ক্যাম্পেইন সম্পর্কে যেকোন তথ্য বা সেবার জন্য যোগাযোগ করুনঃ support@adboxbd.com অথবা কল করুনঃ ০১৯৫৬৫৩৩২১৭ এই নম্বরে (রবিবার-বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সরকারি ছুটি ব্যতীত)
১.বাংলালিংক এবং অ্যাডবক্সের কর্মকর্তা/কর্মচারীরা এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে পারবেন না।
২.নির্দিষ্ট টেলিকম অপেরাটর এবং অ্যাডবক্স প্রয়োজনে যে কোনো সময় ক্যাম্পেইনের নিয়ম ও প্রক্রিয়া পরিবর্তন করার অধিকার রাখে।
৩.যদি কোন ব্যবহারকারী কোন অবৈধ কার্যকলাপ করে, তাহলে ব্যবহারকারীকে অযোগ্য ঘোষণা করা হবে।
৪.MSISDN অবশ্যই বায়োমেট্রিক নিবন্ধিত থাকতে হবে।
৫.যদি একই NID থেকে দুই বা ততোধিক বিজয়ী নম্বর নিবন্ধিত হয় তবে শুধুমাত্র একজনকে বিজয়ী হিসাবে নির্বাচিত করা হবে।
৬.যদি MSISDN নিবন্ধিত নাম, প্রাইজ বিতরণের সময় বা আগে স্থানান্তরিত হয়, তাহলে ব্যবহারকারীকে অযোগ্য ঘোষণা করা হবে এবং বিজয়ী হিসাবে নির্বাচিত করা হবে না।
৭.ক্যাম্পেইন বিজয়ীকে অবশ্যই স্বশরীরে এসে তার প্রাইজ সংগ্রহ করতে হবে।
৮.বিজয়ীকে অবশ্যই ১টি পাসপোর্ট সাইজের ছবি, মূল কপি সহ জাতীয় পরিচয়পত্রের কপি, অংশগ্রহণকারী সিম কার্ড, এবং সিম কার্ড নিবন্ধন নথিপত্র নিয়ে আসতে হবে।
মোবাইল নাম্বার | পয়েন্ট |
01 | 88014XXXX8258 |
02 | 88019XXXX4294 |
03 | 88019XXXX4293 |
04 | 88019XXXX4277 |
05 | 88019XXXX8018 |