একটি গুনাহই দশটি নিকৃষ্ট দোষ এর আগমন!
উমার রাদ্বিআল্লাহু আনহু বলেন, ' " যে একটি সৎকর্ম করবে, সে তার দশগুণ পাবে এবং যে একটি গুনাহ করবে, সে তার সমান শাস্তিই পাবে।" এই আয়াতের সুসংবাদে আত্মপ্রসাদ লাভ করো না। কারণ একটি গুনাহতে যদিও শাস্তি আসে একটি গুনাহর তবে এই একটি গুনাহই দশটি নিকৃষ্ট দোষ নিয়ে আসে। যথা :
১. যখন বান্দা গুনাহ করে, তখন সে আল্লাহকে রাগান্বিত করে ফেলে। আর আল্লাহ তাকে শাস্তি দিতে সক্ষম।
২. গুনাহ করে বান্দা ইবলিশকে খুশি করে, যাকে আল্লাহ অভিশপ্ত করেছেন।
৩. গুনাহ করে বান্দা জান্নাত থেকে দূরে সরে যায়।
৪. জাহান্নামের নিকটবর্তী হয়ে যায়।
৫. গুনাহ করে একজন মানুষ তার সবচেয়ে প্রিয় জিনিসটিকে কষ্টে ফেলে। আর সেটা হচ্ছে তার নিজের আত্মা।
৬. গুনাহ করে সে নিজেকে অপবিত্র করে ফেলে, অথচ সে এর আগে ছিল পবিত্র।
৭. গুনাহ করে একজন মানুষ তার হিফাজতে নিযুক্ত ফেরেশতাদের কষ্ট দেয়।
৮. গুনাহ করে একজন মানুষ কবরে শায়িত প্রিয় নবী সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লাম- কে চিন্তিত করে।
৯. গুনাহ করে একজন মানুষ আসমান জমিন ও সকল সৃষ্টিকে নিজের অবাধ্যতার সাক্ষী রেখে।
১০. গুনাহ করে একজন মানুষ সকল আদম সন্তানের সাথে বিশ্বাসঘাতকতা করে ও বিশ্বজগতের প্রতিপালকের অবাধ্যতায় লিপ্ত হয়।'
[ কিতাব : বাহরুদ দুম]