কাল্পনিক মন !

কাল্পনিক মন !

"অবেলায় হেটে চলে যায় তারা দুজন দু পাশে,

মন খারাপের ফুলগুলো আজ ঝরে পড়ে আছে

সবুজ দূর্বা ঘাসে। "

 

"দিন শেষে দাঁড়িয়ে, দেয়ালে কাঁধ বাড়িয়ে,

ঝড়ো হাওয়ার সাথে,এক পশলা অভিমানে,

আবার দেখা হবে, অপেক্ষায় রয়ে যায়।। "

 

"এক ব্যাচ বেরিয়ে যায় একে অপরের সাথে যোগাযোগের আশ্বাস দিয়ে।

মুচকি হাসে কেবল ক্যাম্পাসের সামনের চায়ের দোকানদার।

এমন হাজারো মিথ্যে আশ্বাসের সাক্ষী একমাত্র সে । "

 

"তিনি যেন বট গাছের মত।

বুড়িয়ে যাওয়া, পাতা ঝরে যাওয়া, আগাছায় ছেয়ে যাওয়া,

কিন্তু ছায়া দেয়ার বেলায় কোন কার্পণ্য নেই।

বাবার গল্প বলছিলাম। "

 

"কথা দিলাম মা, দেশ স্বাধীন করে ফিরে আসবো।

ছেলেটি ফিরেছিলো, লাল সবুজ পতাকায় মোড়া কাঠের বক্স এ,

সেই একাত্তরে। "

 

"মানুষগুলো স্বপ্ন দেখে, নগরির বুকে ঝুম বৃষ্টি নামবে,

নগরী ভিজবে, সাথে ভিজে যাবে তার হৃদয়।।"

"কি খুঁজো ?

তোমাকে !

খুঁজে লাভ নেই, আগের আমি তোমার দেয়া অবহেলার মাঝে হারিয়ে গেছি।"

 

"একদিন দেখবে কোন অভিযোগই থাকবে না।

জানোই তো ভালবাসা কমার সাথে সাথে অভিযোগও কমতে থাকে।  "

 

"রাত ২টায় টুং করে শব্দ করে বেজে উঠলো

ফোনটা হাতে নিলো সে। ১ বছর যে হাতটা তাকে ধরে ছিলো সে পাশে ঘুমাচ্ছে।

বিবেক বলে উঠলো তার হাতটা আরও শক্ত করে ধরতে হয়।"