হাসাহাসি আর লাফালাফি পর্ব -২

হাসাহাসি আর লাফালাফি পর্ব -২

1. শিক্ষক: পড়া হয়েছে হাবলু?

হাবলু: না স্যার।

শিক্ষক: তাহলে হাত পাতো। বেতের বাড়ি খাবে।

হাবলু: একটু অপেক্ষা করুন স্যার, আমি আমার হাত ধুয়ে আসি।

শিক্ষক: কেন?

হাবলু: স্যার আপনি তো বলেছেন, কোনো কিছু খাওয়ার আগে সাবান দিয়ে হাত ধুতে। আপনি তো আমাকে এখন মার খাওয়াবেন।

 

2. ছোট্ট বিল্টু বাজারে গেছে মাছ কিনতে।

মাছওয়ালা: এই নাও, ওজনে একটু কম দিলাম, বাড়ি নিয়ে যেতে সুবিধা হবে তোমার।

বিল্টু: এই নিন টাকা।

বিক্রেতা: একি! ১০০ টাকার বদলে মাত্র ১০ টাকা দিচ্ছ কেন?

বিল্টু: টাকা একটু কম দিলাম, আপনার গুনতে সুবিধা হবে।

 

আউট

ব্যাটসম্যানের কবজির একটু ওপরে বল লেগে ক্যাচ উঠল। ফিল্ডার বল ধরতেই আম্পায়ার এক আঙুল তুলে ঘোষণা দিলেন, আউট!

ব্যাটসম্যান: সে কী! বল তো আমার হাতে লাগেনি! আউট হলাম কী করে?

আম্পায়ার: আগামীকালের খেলার খবর পাতা দেখে নিয়ো!

নেট অনুশীলন

নেটে অনুশীলনের সময় ব্যাটসম্যানরা কেউই ব্যাটে বল লাগাতে পারছিলেন না। কোচ রেগে গিয়ে ব্যাটসম্যানের হাত থেকে ব্যাট কেড়ে নিয়ে বললেন, ‘এবার আমাকে বল করো, আমি দেখাচ্ছি।'

পরপর ছয়টি বল খেলে কোচ একটি বলও ব্যাটে লাগাতে পারলেন না। তার পর এদিক-ওদিক তাকিয়ে ঝাঁঝের সঙ্গে বললেন, ‘হ্যাঁ, আমি দেখলাম, তোমরা ঠিক এভাবেই খেলছিলে! এখন যাও, ঠিকমতো খেলো!'

রচনা

শিক্ষক ক্লাসের সবাইকে ক্রিকেট খেলার ওপর রচনা লিখতে বললেন। পল্টু ছাড়া সবাই রচনা লিখতে ব্যস্ত হয়ে পড়ল। আর পল্টু লিখল, ‘বৃষ্টির কারণে কোনো ক্রিকেট ম্যাচ হয়নি!’

 

স্কুল পালানো

বাবা: ঘন্টু, তুই আবার স্কুল পালিয়ে ফুটবল খেলতে গিয়েছিলি?

ঘন্টু: না, বাবা। বিশ্বাস করো, আমি সত্যি বলছি।

বাবা: উঁহু, আমার বিশ্বাস হয় না।

ঘন্টু: আমি ফুটবল খেলতে যাইনি, বাবা, প্রমিজ! এই দেখো, প্রমাণ হিসেবে আমার ব্যাগে ক্রিকেট বল আছে!