পৃথিবীর সর্বশেষ সাদা গন্ডার!

পৃথিবীর সর্বশেষ সাদা গন্ডার!

সাদা গন্ডার মধ্য আফ্রিকার বন্য প্রাণিকুলের অন্যতম শিরোমণি। এর দুটি উপপ্রজাতি হলো নর্দার্ন বা উত্তরেসাদা গন্ডার ও সাউদার্ন বা দক্ষিণী সাদা গন্ডার। নর্দার্ন সাদা গন্ডার পৃথিবীর অন্যতম শীর্ষ বিলুপ্তপ্রায় প্রাণী। পুরো পৃথিবীতে এর মাত্র দুটি সদস্য এখন টিকে রয়েছে। এই দুটিই স্ত্রী গন্ডার।

একটি ১৯ বছর বয়সী, ফাতু। আরেকটি তার মা নাজিন, বয়স ২৯ বছর। কেনিয়ার ওল পেজেতা বন্য প্রাণী সংরক্ষণ অরণ্যে জেমস মোয়েন্দা নামের এক প্রাণী সংরক্ষণবিদের তত্ত্বাবধানে রয়েছে তারা। যেকোনো মূল্যে নর্দার্ন সাদা গন্ডারকে পৃথিবীতে টিকিয়ে রাখতে চান তিনি।

নর্দার্ন সাদা গন্ডারের টিকে থাকার পথে সবচেয়ে বড় বাধা হলো, এর কোনো পুরুষ সদস্য আর টিকে নেই পৃথিবীতে। শেষ পুরুষ সদস্য সুদান বছরখানেক হলো মারা গেছে। সুদানের মৃত্যু বিশ্বজুড়ে গণমাধ্যমের খবর হয়েছিল সে সময়। সুদান ও নাজিনের মেয়ে হলো ফাতু। মোয়েন্দা কোনোভাবেই সুদানের স্মৃতি ভুলতে পারেন না। সুদানের স্মৃতি টিকিয়ে রাখতে বিশ্বময় চষে বেড়াচ্ছেন এখন তিনি। ফাতু ও নাজিনের ডিম্বাণু সংগ্রহ করে হিমায়িত শুক্রাণু বা টিস্যু কালচারের মাধ্যমে নর্দার্ন সাদা গন্ডারের প্রজনন করাতে চান তিনি।