হাসাহাসি আর লাফালাফি !!

হাসাহাসি আর লাফালাফি !!

১. শিক্ষক: শেরশাহ প্রথম ঘোড়ার ডাকের প্রচলন করেন।
ছাত্র: এর আগে কি ঘোড়ারা ডাকতে পারত না স্যার?

২. শিক্ষক: মন্টি, বলো তো হাসা এর ইংরেজি কী?

মন্টি: লাফ।
শিক্ষক: তাহলে হাসাহাসি এর ইংরেজি কী হবে?
মন্টি: লাফালাফি স্যার!

৩. শিক্ষক: পরীক্ষায় তুমি বেজায় খারাপ করেছ। কাল তোমার বাবাকে স্কুলে আসতে বলবে। তার সঙ্গে পরামর্শ করতে হবে।
ছাত্র: কিন্তু তার জন্য যে ফি লাগবে স্যার।
শিক্ষক: ফি কিসের জন্য?
ছাত্র: আমার বাবা যে উকিল। ফি ছাড়া তো তিনি পরামর্শ করেন না।

৪. শিক্ষক: ১৫ জন মিলে একটা দেয়াল গাঁথতে ১২ ঘণ্টা সময় লাগে। ৫ জন মিলে সেই দেয়াল গাঁথতে কতক্ষণ সময় লাগবে?
ছাত্র: ঐ দেয়াল আবার গাঁথতে যাবে কেন? দেয়াল তো আগের ১৫ জনই গেঁথে দিয়েছে!

৫. শিক্ষিকা: আবির, তুমি ক্লাসে ঘুমাচ্ছ কেন?

আবির: ম্যাডাম আপনার কণ্ঠ এত সুইট, শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে পড়েছি, টেরই পাইনি!

শিক্ষিকা: তাহলে অন্যরা ঘুমাচ্ছে না কেন?

আবির: ওরা মনে হয় আমার মতো মনোযোগ দিয়ে আপনার কথা শুনছে না।