মায়ার জগৎ
"সে একজন পেশাদার মধ্যবিত্ত খুনি।
প্রতি রাতেই তাকে হাজারো ইচ্ছাদের খুন করতে হয়।
ব্যাবধান, এই খুনিদের কোনো সাজা নেই।"
"কেউ হাত ছেড়ে দেয় নিজে ভালো থাকার জন্য,
আবার কেউ হাত ছেড়ে দেয় তাকে ভালো রাখার জন্য,
কিন্তু ভালবাসা কারো হাতটা ছাড়তে পারেনি। "
"শুধু একবার বলে দেখতে পারতে আমি তোমাকে ছেড়ে যাই,
নাকি তোমার জন্য সবাইকে ছেড়ে যাই,
অবশেষে নিরাবতাই দুরুত বারিয়ে দিলো।"
"আমি অনেক ভুল করেছি, হয়তো আবার করবো,
আবার ভুল করে প্রেমে পরবো, যখনই তুমি বলবে, কেমন আছো?
প্রেমের ভুল সাগরে আবার পারি দিবো। "
"এমন কিছু সময় ছিল, যখন আমি তাকে ভুলতে পারিনি,
আর এখন আমি তাকে মনে করতে পারি না।
ব্যাবধান টা শুধুই সময়ের ...... "
"মাঝে মাঝে খুব জানতে ইচ্ছে করে,
অন্য প্রান্তে থাকা মানুষটিও কি পোড়ে প্রতিরাতে ঠিক আমার মতো করে?"
"অভিমানগুলো চোখের কোণে জমা হয়,
শুধু চোখের দিকে কেউ তাকিয়ে দেখে না।
চোখের ভাষা বোঝার মানুষটা আজ অনেক দূরে।"